Terms & Conditions

Auraa.site - এর ডিজিটাল সেবা ব্যবহারের শর্তাবলী

সর্বশেষ আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫

auraa.site-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে পূর্ণ সম্মতি জ্ঞাপন করছেন। আমরা মূলত ই-বুক, পাওয়ারপয়েন্ট টেমপ্লেট এবং অন্যান্য ডিজিটাল রিসোর্স প্রদান করি।

মেধা সম্পদ ও লাইসেন্স

আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত সকল ই-বুক, টেমপ্লেট এবং কন্টেন্ট auraa.site এর মেধা সম্পদ। আপনি এগুলো শুধুমাত্র ব্যক্তিগত বা প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করতে পারবেন।

নিষেধাজ্ঞা: বাণিজ্যিক পুনঃবিক্রয়

আপনি আমাদের কোনো ডিজিটাল প্রোডাক্ট (Ebooks/Templates) হুবহু বা পরিবর্তন করে পুনরায় বিক্রি বা শেয়ার করতে পারবেন না। এটি করা হলে আপনার অ্যাক্সেস ব্লক করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

পেমেন্ট ও ডেলিভারি

অর্ডার করার সময় আপনাকে সঠিক নাম এবং সচল ইমেইল প্রদান করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমাদের অটোমেটেড সিস্টেমের মাধ্যমে আপনার ইমেইলে গুগল ড্রাইভ ডাউনলোড লিংক পাঠিয়ে দেওয়া হবে।

ইনস্ট্যান্ট ডেলিভারি গ্যারান্টি

ডেলিভারি পেতে দেরি হলে বা লিংকে সমস্যা থাকলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করার অনুরোধ রইল।

রিফান্ড পলিসি

যেহেতু আমাদের সকল পণ্য ডিজিটাল এবং ডাউনলোডযোগ্য, তাই একবার লিংক ডেলিভারি হয়ে গেলে আমরা কোনো রিফান্ড প্রদান করি না। বিস্তারিত জানতে আমাদের রিফান্ড পলিসি পেজ দেখুন।

মার্কেটিং ও প্রমোশন

আপনি এই শর্তে রাজি হচ্ছেন যে, আমরা আমাদের নিজস্ব ব্যবসা বা নতুন প্রোডাক্টের প্রমোশনের জন্য আপনার দেওয়া ইমেইল বা ফোন নাম্বার ব্যবহার করতে পারব। তবে আমরা কোনোভাবেই আপনার তথ্য থার্ড পার্টির কাছে বিক্রয় করব না।

দায়বদ্ধতা ও আইনি বিধান

আমরা আমাদের রিসোর্সগুলোর সঠিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। তবে এগুলো ব্যবহারের ফলে আপনার ডিভাইসে কোনো টেকনিক্যাল সমস্যা হলে auraa.site দায়ী থাকবে না। এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করুন

আমাদের শর্তাবলী বা সার্ভিস নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি ইমেইল করুন।

hi@auraa.site

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping